Robi & Airtel Sim DNS With V2ray Setup Ony For Unlock File
রবি ও এয়ারটেল সিমের DNS,V2ray Setup.

এই ভিডিওতে দেখতে পারবেন, কিভাবে DNS ও V2ray সেটিং করবেন শুধু মাত্র Unlock ফাইলের জন্য।
প্রথমে HTTP Custom এপ্স ওপেন করেন আমার দেওয়া কনফিগ (আনলক করা শুধু মাত্র ) ।
উপরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে, V2ray আর SlowDNS আছে সেখানে আমরা কাজ করবো, সর্ব প্রথম আমরা আমাদের নিজেদের DNS বের করতে হবে।
দেখতে পাচ্ছেন যে, SlowDNS আর V2ray মার্ক করা আছে।
তবুও আমি বলছি, HTTP Custom এপ্সটিটে রিসেট করবেন, তারপর ডাউনলোড চিহ্ন বাটনের পাশাপাশি আরেকটা বাটন আছে ঠিক ২ নং স্ক্রিশটের মতই ঐ বাটনে ক্লিক করবেন তারপর SlowDNS অপশনে ক্লিক করবেন তারপর ওখানে একটা IP এড্রেসের মত দেখাবে ঐটাই হচ্ছে আপনার সিমের DNS বা আপনার এলাকার DNS , তারপর ওটা কপি করে রাখবেন।
এবার নিচের স্ক্রীনশট দেখুন। এবং আমার টেলিগ্রাম চ্যানেল ༺❉{ ● 𝐒𝐢𝐫𝐨𝐦𝐞 𝐓𝐮𝐛𝐞 ● }❉༻ থেকে Robi / Airtel সিমের অনলাক করা কনফিগটা কালেক্ট করে সরাসরি আপনার HTTP Custom এ ইনপুট করুন।
- Robi & Airtel Sim DNS Setup এর ভিডিওটা দেখে আসতে পারেন।
কনফিগ ইনপুট করা শেষ হলে সেই বাটনে ক্লিক করে SlowDNS অপশনে ক্লিক করুন।
Domain Name System (DNS) এ আপনার নিজের সিমের(এলাকার) DNS টা বসাবেন, যেমনটা একটু আগে বলেছি। তারপর Apply বাটনে ক্লিক করে দিবেন।
এখন আমরা আবার সেই আগের অপশনে ক্লিক করে V2ray Settings এ ক্লিক করবো। তারপর নিচের স্ক্রিনশটের মত ইন্টারফেইস আসবে, তখন ব্র্যেকেট < > এই বাটনে ক্লিক করবো।
ব্র্যেকেট < > এই বাটনে ক্লিক ক্লিক করার পর... নিচের স্ক্রিশটের মত ইন্টারফেইস দেখাবে।।
এখন আমরা Vmess Settings এর নিচে Server Address সেই DNS টা বসিয়ে ব্যাক করবো।
এখানে আমাদের কাজ শেষ। তারপর আমরা আমাদের HTTP Custom কানেক্ট করবো।
ভিডীওঃ
এখানে আমাদের কাজ শেষ। তারপর আমরা আমাদের HTTP Custom কানেক্ট করবো।
ভিডীওঃ
1 Comments
Tnx
ReplyDelete